বাংলাদেশ বংশোদ্ভূত বিট্রিশ ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বড় অংকের বিনিয়োগ করতে আগ্রহী। এজন্য তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা কামনা করেছে।
রোববার সচিবালয়ে বাংলাদেশ সফররত ব্রিটিশ এই ব্যবসায়ীদের সংগঠন ইউকেবিসিসিআই নেতৃবৃন্দ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন নেতৃবৃন্দকে।
বৈঠকে ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই বলেন, আইসিটি, পোশাক শিল্প, অবকাঠামো, প্রকৌশল, নির্মাণ, ব্যাংকিং, পর্যটনসহ বিভিন্ন সম্ভাবনাময় অনেক খাতে বিনিয়োগে আগ্রহী। এর জন্য সরকারের সহায়তা প্রয়োজন।
সংগঠনের প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই জানান, বেসরকারি বিভিন্ন খাত থেকে তারা বিনিয়োগ প্রস্তাবের সাড়া পাচ্ছেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব মো.মফিজুল ইসলাম, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ আমন্ত্রণে সাড়া দিয়ে ইউকেবিসিআই ২৩ সদস্যের ব্রিটিশ-বাংলাদেশী উদ্যোক্তা প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।