ব্রিটিশ রাজপরিবারে আসছে যমজ সন্তান

যমজ সন্তানের বাবা হচ্ছেন প্রিন্স হ্যারি

ব্রিটিশ রাজপরিবার নিয়ে সারা বিশ্বের মানুষের আগ্রহের কমতি নেই। রাজপরিবারের সদ্য বিয়ে হওয়া হ্যারি-মেগান দম্পতি নিয়ে সে আগ্রহ আরও বেশি। ইতিমধ্যে পশ্চিমা গণমাধ্যম বলছে, যমজ সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন হ্যারি-মেগান দম্পতি। যমজ সন্তানের একজন হবে ছেলে অন্যজন মেয়ে।

গত ১৯ মে ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, পূর্ব আফ্রিকা থেকে মধুচন্দ্রিমা সেরে আসার পরই নাকি মা হওয়ার বিষয়টি জানতে পেরেছেন মেগান। আর এই খবরটি মেগান-হ্যারি সবার আগে জানিয়েছিলেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনকে। তারপর থেকে মেগানকে মাতৃত্ব সংক্রান্ত টিপস দিচ্ছেন কেট।

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলমেগান ও হ্যারির বিয়ের অনুষ্ঠানের বেশ কিছুদিন আগে থেকেই মেগানের মা হওয়ার খবর শোনা গিয়েছিল। যদিও ব্রিটিশ রাজপরিবারে বিয়ের আগে সন্তানসম্ভবা হওয়ার রীতি নেই। তবে প্রিন্স হ্যারি বরাবরই নিয়ম ভেঙেছেন। কিন্তু সন্তানের মা-বাবা হতে যাওয়ার বিষয়টি স্বীকার করেননি তারা। কিন্তু বিয়ের মাত্র এক মাসের মাথায় চমকপ্রদ এক খবর এলো।

ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স উপাধিতে ভূষিত প্রিন্স হ্যারি দম্পতির খবরটি ব্রিটিশ গণমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে।

রাসেল/