আবারো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটলো ব্রিটিশ রাজপরিবারে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠ পৌত্র ডিউক অব এডিনবার্গ পিটার ফিলিপস ও তার স্ত্রী অটামের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার তাদের এক যৌথ বিবৃতির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই বিবৃতিতে জানানো হয়, তাদের এই বিচ্ছেদ অবধারিত ছিল। দুই সন্তানের কথা মাথায় রেখে এর চেয়ে ভালো আর কোনো সিদ্ধান্ত হতে পারতো না। এখন থেকে তারা বন্ধুর সম্পর্কে সম্পর্কিত হবেন।
এই দম্পতির দুই সন্তান নয় বছর বয়সী সাভান্নাহ ও সাত বছর বয়সী ইসলাকে তারা পালাক্রমে দেখভাল করবেন।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, তাদের দুই পরিবারই এই বিবাহ বিচ্ছেদের ঘটনায় মর্মাহত, কিন্তু ওই দম্পতির সিদ্ধান্তের ব্যাপারে পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে।
পিটার ফিলিপস রাজকন্যা অ্যানি এবং তার প্রথম স্বামী ক্যাপ্টেন মার্ক ফিলিপসের সন্তান।
এর আগে, ২০১৯ সালেই পিটার ফিলিপস ও অটাম দম্পতি তাদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা রানি এলিজাবেথ ও রাজপরিবারকে জানিয়েছিলেন।
আজকের বাজার/এমএইচ