ব্রিটেনসহ অন্যান্য দেশের সাথে বিমান চলাচল ফের শুরু করতে যাচ্ছে রাশিয়া

epa09239596 Russian special government plane Ilyushin IL-96 lands at the Vnukovo airport in Moscow, Russia, 31 May 2021. Tensions in Czech-Russian relations resulted from the findings of the Czech intelligence services asserting that members of the Russian secret service GRU were involved in the explosion of an ammunition complex in Vrbetice in 2014. The Czech Republic expelled 18 diplomats who were identified as members of the Russian secret services GRU and SVR from the Russian Embassy in Prague in April 2021. In retaliation, Russia then identified as undesirable 20 employees of the Czech Embassy in Moscow. Later, after diplomatic negotiations failed, the Czech side decided to reduce the number of Russian Embassy workers in Prague to cap the current number of staff at the Czech Embassy in Moscow by the end of May 2021. EPA/SERGEI ILNITSKY

ব্রিটেন ও আরো অনেক দেশের সাথে রাশিয়া ফের বিমান চলাচলের ঘোষণা দিয়েছে। করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধের কারণে তাদের দেশে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। খবর এএফপি’র।
সোমবার এক বিবৃতিতে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ‘যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটায় ২ জুন থেকে মস্কো ও লন্ডনের মধ্যে ফের নিয়মিত ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ১০ জুন থেকে অস্ট্রিয়া, হাঙ্গেরি, লেবানন, লুক্সেমবার্গ, ক্রোয়েশিয়া, মৌরিতিউস ও মরক্কোর মধ্যেও ফের ফ্লাইটশুরু করবে।
তবে তুরস্কেও ফ্লাইট কমপক্ষে ২১ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তুরস্ক হচ্ছে রাশিয়ার পর্যটকদের প্রধান গন্তব্য স্থল।
করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে বিদেশিদেরও জন্য রাশিয়ার সীমান্ত একেবারে বন্ধ ঘোষণা করা হয়।