যুক্তরাজ্যে ছড়ানো নতুন ধরনের করোনা বিশ্বের অন্তত ৬০টি দেশে শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বুধবার এ কথা জানায়।
এদিকে বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। নতুন ধরনের করোনা ভাইরাস বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। টিকা সহজলভ্য না হওয়া পর্যন্ত সংক্রমণ কিভাবে কমিয়ে আনা যায় দেশে দেশে সে চেষ্টাই চালানো হচ্ছে।
ডব্লিওএইচও তার সাপ্তাহিক আপডেটে জানিয়েছে দক্ষিণ আফ্রিকায় ছড়ানো নতুন ধরনের করোনার সাথে যুক্তরাজ্যের করোনার মিল রয়েছে। এটি খুবই সংক্রামক।
ডব্লিওএইচও আরো বলছে, গত সাতদিনে করোনায় রেকর্ড ৯৩ হাজার লোক মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৭ লাখ লোক।