ব্রিটেনে সোমবার অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনকার টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। টিকাটি সস্তা ও সহজে সরবরাহযোগ্য। তাই মহামারি প্রতিরোধে এই টিকা সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।
ব্রিটেনে অক্সফোর্ডের প্রথম টিকাটি পেয়েছেন ৮২ বছর বয়সী ব্রায়ান পিংকার।
এনএইচএস ইংল্যান্ড এ কথা জানায়।