ব্রিটেনে আইসোলেশানে থাকার নিয়ম না মানলে ১০ হাজার পাউন্ড জরিমানা

ব্রিটেনে আইসোলেশানে থাকার নিয়ম না মানলে ১০ হাজার পাউন্ড জরিমানা গুণতে হবে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার দেশটির সরকার নতুন করে শনিবার কঠোর নিয়ম ঘোষণা করে।
প্রধানমন্ত্রী বরিস জনসন চলতি সপ্তাহে বলেছেন, ব্রিটেনে দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু হয়েছে। এ কারণে উত্তর পশ্চিম, উত্তর ও মধ্য ইংল্যান্ডের লাখ লাখ লোকের জন্যে নতুন বিধি নিষেধ চালু করা হচ্ছে।

শনিবার এ সংক্রান্ত ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ২৮ সেপ্টেম্বও থেকে কেউ করোনায় আক্রান্ত হলে কিংবা ন্যাশনাল হেলথ সার্ভিস(এনএইচএস) বললে তার জন্যে আইসোলেশানে থাকার আইনগত বাধ্য বাধ্যকতা তৈরি হবে।

তিনি বলেন, প্রত্যেকের নিয়ম মেনে চলাই করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষার সবচেয়ে ভালো উপায়।
এই বাধ্যবাধকতা না মানলে ১ হাজার পাউন্ড থেকে জরিমানা শুরু হবে। একাধিকবার নিয়ম ভাঙলে তাকে ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুণতে হবে।

এদিকে নতুন আইন অনুসাওে কম আয়ের মানুষদেও আইসোলেশানে থাকার সময়ে ৫০০ পাউন্ড আর্থিক সহায়তা দেয়া হবে।

উল্লেখ্য, ব্রিটেনে কোভিড ১৯ এ আক্রান্ত প্রায় ৪২ হাজার লোক মারা গেছে। ইউরোপের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ।
দেশটিতে সংক্রমণ আবার দ্রুত গতিতে বাড়ছে। এ কারণে বরিস জনসন শুক্রবার দ্বিতীয় দফায় সংক্রমণের বিষয়ে সতর্ক করেন।

এদিকে শনিবার লন্ডনে ভ্যাকসিন ও লকডাউন বিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময়ে পুলিশ ৩২ জনকে আটক করে।