‘ব্রিটেন ফাস্ট’গ্রুপের অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

ফেসবুক কর্তৃপক্ষ ব্রিটেনের একটি মুসলিম-বিরোধী দলের সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ অভিযোগ করে বলছে,  ‘ব্রিটেন ফার্স্ট’ নামের এই দলটি একাধিকার ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করেছে।তারা (ব্রিটেন ফার্স্ট) বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়।

ফেসবুক বলছে,  ‘ব্রিটেন ফাস্ট’  নামের  এই দলটি কে বার বার সর্তক করা হলেও তারা  সেটা উপেক্ষা করেছেন। ফলে এর বিভিন্ন দিক বিবেচনা করে তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা বলছেন, এখন ব্রিটেন ফার্স্ট-এর নেতারা স্বনামে বা বেনামে নতুন করে কোন পেজও চালু করতে পারবেন না।

এ মাসের গোড়াতে ধর্মীয়ভাবে জুলুম করার অভিযোগে ব্রিটেন ফার্স্ট-এর প্রধান পল গোল্ডিং এবং জেডা ফ্রান্সেনকে কারাদণ্ড দেয়া হয়।

প্রধানমন্ত্রী টেরিজা মে দেশের সংসদে ফেসবুকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।অন্য প্রযুক্তি কোম্পানিগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন।

লন্ডনের মেয়র সাদিক খানও বলেছেন, ‘ব্রিটেন ফার্স্ট একটি  নীচ এবং বিদ্বেষপূর্ণ সংগঠন’ ।খবর : বিবিসি

আজকের বাজার: আরজেড়