ব্রিফকেসে শিশুর মরদেহ বহন করায় শরীফ(৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক শরিফ পেশায় বাসের হেলপার বলে জানিয়েছেন ওসি তপন চন্দ্র সাহা।
চন্দ্র সাহা বলেন, বৃহস্পতিবার (২৪ মে) বেলা পৌনে ১২টায় আব্দুল্লাহপুরের কোটবাড়িতে পুলিশের চেকপোস্ট দেখে ব্রিফকেস ফেলে পালানোর সময় তাকে আটক করা হয়।
ওসি বলেন, “ওই ব্রিফকেসে ৮ বছর বয়সী এক কন্যা শিশুর লাশ বহন করছিল। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।”
মালা নামের শিশুটি পেশায় গৃহকর্মী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আরজেড/