ব্রুকের সেঞ্চুরিতে বাংলাদেশকে হারাল ইংল্যান্ড

নিউজিল্যান্ডের বার্ট সাচক্লিফ ওভালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে নক আউট পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে তাদের সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। তবে বৃহস্পতিবার কুইন্সটাউনে যুবা টাইগারদের আগের রূপ খুঁজেই পাওয়া গেল না। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে অল আউট হয়ে তারা সংগ্রহ করে ১৭৫ রান। জবাবে অধিনায়ক হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে মাত্র ২৯.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় পায় ইংল্যান্ড।

টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে খারাপ শুরুটা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষেই। মাত্র ৮ রানে তিন উইকেট হারায় তারা। ২৭ রানে টপ অর্ডারের প্রথম চারজনই ফিরে যান সাজঘরে। সেখান থেকে আমিনুল ইসলামকে সাথে নিয়ে দলকে টেনে তোলেন আগের ম্যাচে সেরা খেলোয়াড় আফিফ হোসেন। দুজন মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ৯৪ রান।

দলীয় ১২১ রানে আমিনুলের উইকেট পতনের পর আবার ধস নামে বাংলাদেশের ইনিংসে। এর ১ রান পরই ফিরে যান আফিফও। তার ৮৫ বলে ৮ চারে ৬৩ রানের ইনিংসটিই দলীয় সর্বোচ্চ। ১৩৫ রানে বাংলাদেশের অষ্টম উইকেটের পতন হয়। সেখান থেকে উইকেটকিপার মাইদুল ইসলাম অঙ্কনের ২০ ও পেসার হাসান মাহমুদের ২৩ রানের বদৌলতে ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেন যুবারা। দুই ইংলিশ বোলার ইথান ব্যাম্বার ও ইউয়ান উডস ৩টি করে উইকেট পান।

ব্যাট করতে নেমে ১৯ রানে দুই ওপেনারের উইকেট হারায় ইংল্যান্ড। ৪৯ রানে তৃতীয় উইকেটের পতন হলে কিছুটা স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশও। তবে সেই আশায় পানি ঢেলে দেন দলটির অধিনায়ক ব্রুক ও অলরাউন্ডার উডস। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে দুজনে ১২৮ রান যোগ করে দলকে ১৭৭ রানে পৌঁছে দিয়ে এনে দেন ৭ উইকেটের জয়। দারুণ ব্যাট করেন ব্রুক। ৮৪ বলে ১৩ চার ও তিন ছক্কায় ১০২ রান করে অপরাজিত থাকেন তিনি। সঙ্গী উডস অপরাজিত থাকেন ৪৮ রানে। বাংলাদেশের তিন বোলার- হাসান মাহমুদ, কাজী অনিক ও নাঈম হাসান একটি করে উইকেট পান।

২০ জানুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে কানাডার কাছে ইংল্যান্ড হারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের। সেক্ষেত্রে রানরেটের উপর নির্ভর করবে বিষয়টি।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৭৫ (৪৯.২ ওভার) (পিনাক ৪, নাইম ১, সাইফ ১, হৃদয় ১২, আফিফ ৬৩, আমিনুল ৩১, অঙ্কন ২০, নাঈম ১, অনিক ৮, হাসান ২৩, টিপু ০*; ব্যাম্বার ৩/১৯, পেনিংটন ১/২৬, স্ক্রিভেন ১/২৯, ব্রিক ০/৯, জ্যাকস ০/২৫, হোলম্যান ১/৩৬, উডস ৩/২৬)।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল : ১৭৭/৩ (২৯.৩ ওভার) (পেরেরা ৭, ব্যান্টন ৯, ব্রুক ১০২*, জ্যাকস ৮, উডস ৪৮*; হাসান ১/২৭, অনিক ১/১৯, নাঈম ১/৩৬, টিপু ০/৪২, আফিফ ০/৩৫, সাইফ ০/১৩, হৃদয় ০/৫)।

ফলাফল : ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : হ্যারি ব্রুক।

আজকের বাজার: সালি / ১৮ জানুয়ারি ২০১৮