মানবপাচার,অবৈধ ভিসা ব্যবসা ও প্রবাসী শ্রমিকদের নির্যাতনের অভিযোগে সরকার ব্রুনাইয়ে বসববাসরত পাঁচ প্রবাসীর বাংলাদেশী পাসপোর্ট বাতিল করেছে।
প্রবাসী শ্রমিক নির্যাতনের প্রেক্ষিতে ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই পাঁচ অনাবাসী বাংলাদেশীর পাসপোর্ট বাতিলের অনুরোধ করে। এর প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নেয়।
যে পাঁচ প্রবাসীর পাসপোর্ট বাতিল করা হয়েছে, তারা হলেন- দেলোয়ার মো. আব্দুল লতিফ (পাসপোর্ট নম্বর বিবি-০৩২৮১৫০), জসিম সরকার (বিআর-০৭৭৩৪৬০), মোহাম্মদ সুহেল আহমেদ(বিপি-০১৯৬৫২২), মো. হাবিবুর রহমান (বিসি-০৪১১৭৪৬), মো. জাকির হোসেন (বিএম-০৪২১৮২১)।
ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
দূতাবাস জানায়,শ্রম অভিবাসন প্রক্রিয়ায় অনৈতিক চর্চা বন্ধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ব্রুনাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। প্রবাসীরা মনে করেন,পাসপোর্ট প্রত্যাহারের ঘটনায় দালালচক্র যেমন এ বিষয়ে সরকারের শক্ত বার্তা পেয়েছে তেমনি ব্রনাই শ্রমবাজারের প্রতি অভিবাসনগামী সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, বর্তমানে ব্রুনাইয়ে প্রায় ৩০ হাজার বাংলাদেশী কর্মরত রয়েছেন। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ