বিশ্বের সবচেয়ে বড় এনজিও ব্র্যাকের চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক নৈশভোজ অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
ঘোষণায় আরো জানানো হয়, চেয়ারপার্সপনের পদ ছাড়লেও তিনি সংস্থাটির সম্মানসূচক ‘চেয়ার এমিরেটাস’ পদে থাকছেন। পাশাপাশি নতুন চেয়ারপারসনের দায়িত্ব নিচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদষ্টো ড. হোসেন জিল্লুর রহমান।
১৯৭২ সালে ফজলে হাসান আবেদ ব্রাক নামের সংস্থাটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ৬৪টি জেলাসহ এশিয়া, আফ্রিকা ও আমেরিকার ১৩টি দেশে এটির কার্যক্রম রয়েছে। দারিদ্র বিমোচন ও দরিদ্রের ক্ষমতায়নে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার ফজলে হাসান আবেদকে নাইটহুডে ভূষিত করেন।
আজকের বাজার/এমএইচ