পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট বা বিও হিসাবে জমা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য জানা গেছে, আজ ১৫ মে সোমবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ মার্চ কোম্পানির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ, আর ২০ শতাংশ বোনাস।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৭ পয়সা।
এসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৩৪ পয়সা।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৫ মে ২০১৭