বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকসহ ২১ টি এনজিওকে আগামী ২ মাসের মধ্যে পাকিস্তান থেকে সকল কার্যক্রম গুটিয়ে নিতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
শুক্রবার এ নির্দেশ জারি করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ব্র্যাক ছাড়াও তালিকার অন্যান্য উল্লেখযোগ্য এনজিওগুলো হলো- অ্যাকশন এইড, মেরি স্টোপস, ওয়ার্ল্ড ভিশন, পাথ ফাইন্ডার, সিআরএস, ডিআরএস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সম্প্রতি দেশটিতে আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার জন্য পাকিস্তান সরকার বেশ কিছু নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। এসব এনজিও সেই মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।
দেশটির একজন কর্মকর্তা বলেছেন, কার্যক্রম গুটিয়ে নেয়ার জন্য এনজিওগুলোকে দুই মাসের সময়সীমা বেধে দেয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে এনজিওগুলো আদারতে রিভিউ আবেদন করতে পারবে।
আজকের বাজার:এলকে /এলকে ১০ ডিসেম্বর ২০১৭