ব্লক মার্কেটে সোমবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে আরএসআরএম স্টিল লিমিটেড । আজ কোম্পানিটি ৬ লাখ ৯৩ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ২৯ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে মোট ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১৭ লাখ ৬ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৫ কোটি ৯৮ লাখ টাকা।
সিটি ব্যাংক ৫ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৮৮ লাখ টাকা। স্কয়ার ফার্মা ৩ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ১৫ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, গ্রামীণফোন ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।