ব্লকে ১৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় কোম্পানিটির ২৩ লাখ ২১ হাজার ৮১১টি শেয়ার ১০ বার হাত বদল হয়েছে।

দ্বিতীয় অবস্থানে ছিল গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুরে কোম্পানিটির ৪৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ৯ লাখ ৮৭ হাজার ৮০৬টি শেয়ার ৭ বার হাত বদল হয়েছে।

তৃতীয় অবস্থানে ছিল বিএটিবিসি। সপ্তাহজুরে কোম্পানিটির ৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ১০ হাজার ১ বার হাত বদল হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ফুডস, বাটা সু , ব্র্যাক ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং, ম্যাকসন্স স্পিনিং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল, এবং উসমানিয়া গ্লাস লিমিটেড।