দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১৩ নভেম্বর ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইতে ব্লক মার্কেটে ৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৩২ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার টাকার ১৬ লাখ ৭৪ হাজার ৩৪টি শেয়ার ৮ বার হাত বদল হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে বেশি লেনদেন হয়েছে অলিম্পিকের। কোম্পানিটর ২৫ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার টাকার ৯ লাখ ৬৫ হাজার ৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির ২ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে । কোম্পানিটির ১ লাখ শেয়ার ২ বার হাত বদল হয়।
ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে ড্যাফোডিল কম্পিউটার্সের ৩৫ লাখ ৫৬ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ১ কোটি ২৪ লাখ টাকার, দেশ গার্মেন্টসের ৫০ লাখ ৮৫ হাজার টাকার, জেমিনি সী ফুডের ২ কোটি ৪ লাখ টাকার এবং রেকিট বেনকিজারের ২০ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ১৩ নভেম্বর ২০১৭