ব্লকে ৭১ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মোট ৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ১ লাখ ৮ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭১ কোটি ৮২ লাখ টাকা।

ডিএসই সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫০ কোটি ৫ লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। আজ কোম্পানিটির মোট ৩৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা আইডিএলসি ফিন্যান্স ৯ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ৭৪ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, প্রাইম ব্যাংক, রেনেটা, সিঙ্গারবিডি ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

আজকের বাজার : এলকে/এলকে ১৪ সেপ্টেম্বর ২০১৭