সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ৩৬ কোম্পানি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মিলে মোট ৫৪ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রের তথ্য অনুযায়ী জানা গেছে, আলোচ্য সপ্তাহে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন করেছে গ্রামীণফোন লিমিটেড। এই কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। আর হাত বদল হয়েছে ৬ লাখ ৭৫ হাজার শেয়ারের। গত সপ্তাহে ছিল ৬ লাখ ৬১ হাজার ৯৫৩টি। যার আর্থিক মূল্য ছিল ২২ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা।
দ্বিতীয় অবস্থানে ছিল অ্যাপেক্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ লাখ ১৫ হাজার ৭০০ শেয়ারের হাত বদল হয়েছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা।
তৃতীয় অবস্থানে ছিল দেশ গার্মেন্টস লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ১ লাখ ৩৭ হাজার ৪৫১টি শেয়ারের হাত বদল হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা।
চতুর্থ অবস্থানে ছিল বিএটিবিসি। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৬ হাজার শেয়ারের হাত বদল হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৫৩ লাখ টাকা। গত সপ্তাহে কোম্পানিটির ২ লাখ ৫৭ হাজার ২৭৭টি শেয়ারের লেনদেন হয়েছিল। যার আর্থিক মূল্য ছিল ৭ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা।
৪ লাখ ৭৮ হাজার শেয়ার লেনদেন করে তালিকার পঞ্চম অবস্থানে ছিল আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। যার আর্থিক মূল্য ৩ কোটি ৭৭ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এএফসি এগ্রো, বিডিকম, সিভিও, লংকাবাংলা ফাইন্যান্স, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, আর্গন ডেনিম, বিএসআরএম লিমিটেড, ইসলামিক ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, ফাইন ফুড, কাসেম ড্রাইসেল, বিডি ফিন্যান্স, মিথুন নিটিং, সিঙ্গার বাংলাদেশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স,সিএমসি কামাল, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, জিপিএইচ ইস্পাত, হাইডেল বার্গ সিমেন্ট, ইফাদ অটোস, এমটিবি,রেনেটা, আরডি ফুড, বাটা সু, ব্র্যাক ব্যাংক, পিটিএল, সাউথইস্ট ব্যাংক, এইচআর টেক্সটাইল, ব্যাংক এশিয়া এবং শাশা ডেনিমস লিমিটেড।
আজকের বাজার: এলকে/এলকে ৮ জুলাই ২০১৭