ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ১১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৮ লাখ ৩৫ হাজার ২৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৯৩ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসকে ট্রিমস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ১৬ লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮ কোটি ৪৯ লাখ টাকা।
ব্রাক ব্যাংক ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৫ লাখ ৬৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৬৫ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৫ লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৭ লাখ টাকা।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফোসিস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সিঙ্গারবিডি, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।