আজ বুধবার (২৫ মার্চ) এ সপ্তাহের চতুর্থ এবং শেষ কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫টি কোম্পানির ২৩৭ কোটি ৬৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিগুলোর ২৪ লাখ ২৩ হাজার ৩৫০টি শেয়ার ৮ বার হাত বদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৩৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।
এছাড়া ইন্দো-বাংলা ফার্মার ৫ লাখ ৯৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫৩ লাখ ৫৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১০ লাখ ১৮ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজকের বাজার / এ.এ