আজ ৫ মার্চ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ২৮ লাখ ২৮ হাজার ৮৫৭টি শেয়ার ১৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ১৯ লাখ ৪ হাজার টাকার।
এর মধ্যে সবচেয়ে বেশি (১ কোটি ৬৬ লাখ ৬০ হাজার) টাকার শেয়ার লেনদেন হয়েছে উত্তরা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ, ১ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার টাকার ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৯৯ লাখ ৪৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে সায়হাম কটনের।
এছাড়া সেন্ট্রাল ফার্মার ২২ লাখ ১৯ হাজার টাকার, দুলামিয়া কটনের ৫৫ লাখ টাকার, ফার্স্ট ফাইন্যান্সের ৬৬ লাখ ৭২ হাজার টাকার, মার্কেন্টাইল ইনস্যুরেন্সের ২৮ লাখ ৮০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১৭ লাখ ৪০ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজকের বাজার/এ.এ