সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫টি কোম্পানির সাড়ে ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১৪ লাখ ১৬ হাজার ৭১০টি শেয়ার ১৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪ কোটি ৬৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড সিরামিকের ১ কোটি ৪০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ।
এছাড়া ব্লক মার্কেটে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৬৩ লাখ ৪০ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৬ লাখ ৩৩ হাজার টাকার, রেনেটার ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।