ব্লক মার্কেটে লেনদেন ১১২ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪টি কোম্পানির ১১২ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গছে, কোম্পানিগুলোর ৩ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৭২৯টি শেয়ার ৮৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১১২ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ২ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৬ লক্ষ টাকার।দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের ৩৯ কোটি ১১ লক্ষ টাকার।

তাছাড়া, ফরচুন সুজের ৭ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৩৭ লক্ষ ৩০ হাজার টাকার, সিলকো ফার্মার ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার টাকার, বেক্সিমকোর ২ কোটি ১৫ লক্ষ ৫৬ হাজার টাকার, একমি ল্যাবের ১ কোটি ৭৭ লক্ষ ২২ হাজার টাকার, এসিআই ফর্মুলার ১ কোটি ৬২ লক্ষ টাকার, ডেল্টা লাইফের ১ কোটি ৪২ লক্ষ টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ২৮ লক্ষ ৯২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ২৬ লক্ষ টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৬ লক্ষ টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ১ কোটি ১ লক্ষ ৬২ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৯১ লক্ষ ৯৩ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৯১ লক্ষ ১৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৬৯ লক্ষ টাকার, বেঙ্গল উইন্ডসোর ৪৮ লক্ষ ৬০ হাজার টাকার, আরডি ফুডের ৩৭ লক্ষ ৮৬ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১ লক্ষ ৭ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৩০ লক্ষ ৮১ হাজার টাকার, ফুয়াং সিরামিকের ২৮ লক্ষ ৬৫ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ২৭ লক্ষ ৫০ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ২৩ লক্ষ ৫৪ হাজার টাকার, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৩ লক্ষ ৩২ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ২৩ লক্ষ টাকার, মারিকোর ২২ লক্ষ ৯০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ২২ লক্ষ ৪০ হাজার টাকার, আমান ফিডের ২১ লক্ষ ৮৬ হাজার টাকার, অ্যাক্টিভ ফাইনের ২০ লক্ষ ৩৫ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ১৮ লক্ষ ২৫ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ১৭ লক্ষ ২০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৪ লক্ষ ৮০ হাজার টাকার, আলিফের ১৪ লক্ষ ৫৮ হাজার টাকার, ইসলামী ইন্সুরেন্সের ১৪ লক্ষ ৩০ হাজার টাকার, গ্রামীণ টুয়ের ১৩ লক্ষ ২ হাজার টাকার, বিকনফার্মার ৮ লক্ষ ১৬ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৮ লক্ষ ১০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৭ লক্ষ ৯২ হাজার টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ৭ লক্ষ ২৫ হাজার টাকার, আর্গন ডেনিমের ৬ লক্ষ ৩০ হাজার টাকার, রহীমা ফুডের ৬ লক্ষ ১ হাজার টাকার, মতিন স্পিনিংয়ের ৫ লক্ষ ৩১ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ডের ৫ লক্ষ ২৬ হাজার টাকার, গ্রীন ডেল্টার ৫ লক্ষ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে।