ব্লক মার্কেটে লেনদেন ১৪ কোটি ৯৪ লাখ টাকার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রোববার মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এ দিন কোম্পানিগুলোর মোট লেনদেন হয়েছে ১৭ লাখ ৬৪ হাজার ৩০০টি শেয়ার। যা টাকার অংকে প্রায় ১৪ কোটি ৯৪ লাখ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন এবং মূল্য মানের দিক থেকে শীর্ষে রয়েছে দি এক্মে ল্যাবরেটরিস লিমিটেড। ২ ট্রেডে কোম্পানির ৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে যা টাকার অংকে প্রায় ৫ কোটি ৩৫ লাখ।

এছাড়াও ব্লকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেড, কুউন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, র‍্যাকিট বেঙ্কিজার বাংলাদেশ লিমিটেড, রেনাটা লিমিটেড, রুপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে।

আরএম/