সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৪টি কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪৪ লাখ ৫৯ হাজার ৩৪৯ টি শেয়ার ৪৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ।
এছাড়া ব্লক মার্কেটে এসিআই লিমিটেডের ৩১ লাখ ৭২ হাজার, ব্যাংক এশিয়ার ১ কোটি ৬ লাখ ২৭ হাজার, বিবিএস ক্যাবলসের ৪ কোটি ৭ লাখ ১০ হাজার, ব্রাক ব্যাংকের ৪ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার, ফাইন ফুডসের ৭ লাখ ১৭ হাজার, গ্রামীন ফোনের ৫৮ লাখ ১১ হাজার, ন্যাশনাল ফিডের ৫ লাখ ১ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৬ লাখ ৪৫ হাজার, রেকিট বেনকিজারের ২২ লাখ ৭০ হাজার, এসকে ট্রিমসের ৩৩ লাখ ২৮ হাজার, স্কয়ার ফার্মার ৩৮ লাখ, স্টান্ডার্ড সিরামিকের ১ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ও জাহিন স্পিনিংয়ের ৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।