সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫টি কোম্পানির ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪৪ লাখ ১৮ হাজার ৫৩৪টি শেয়ার ৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২০ কোটি ১৮ লাখ ৮৭ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৯ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার।
এছাড়া গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৭৮ লাখ ৭ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১১ লাখ ৫২ হাজার টাকার, নর্দার্ণ জুটের ১৩ লাখ ৮২ হাজার টাকার এবং সী পার্লের ১১ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।