সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৮ লাখ ৪২ হাজার ৯৪০টি শেয়ার ৩৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৩ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি রেনেটার ১৮ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে বিকন ফার্মার ১৪ লাখ ৫৭ হাজার, ব্রাক ব্যাংক ১ কোটি ৩ লাখ ৩০ হাজার, লিন্ডে বিডির ৩৬ লাখ ৯৩ হাজার, এম.এল ডাইংয়ের ১৬ লাখ ৫০ হাজার, মুন্নু জুট স্ট্যাফলার্সের ১০ লাখ ৯০ হাজার, কাশেম ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ২৪ হাজার, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ১২ লাখ, এসকে ট্রিমসের ৪৯ লাখ ৯০ হাজার, স্কয়ার ফার্মার ৩৪ লাখ ও স্ট্যান্ডার্ড সিরামিকে ২ কোটি ৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।