ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫টি কোম্পানির ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৭ লাখ ৬৯ হাজার ২১৯টি শেয়ার ২৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৬ কোটি ৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৪ লাখ ৭৯ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩৭ লাখ ৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের।

এছাড়া আমান ফিডের ৮ লাখ ৬ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৮৪ লাখ ৮৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৩ লাখ ৪৫ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ৫ লাখ ৯৪ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ৭ লাখ ৯৩ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্টের ১৬ লাখ ৪০ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৫৮ লাখ টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৫ লাখ ৩৬ হাজার টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ৩৩ লাখ টাকার, সায়হাম টেক্সটাইলের ৭৬ লাখ ৬৭ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ২৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।