সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানির সাড়ে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ১ লাখ ৩২ হাজার ১৩টি শেয়ার ২৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৭ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৩৫ লাখ টাকার আল আরাফাহ ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ২ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের।
এছাড়া ব্যাংক এশিয়ার ৫৮ লাখ ৪৮ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১২ লাখ ৪৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩৫ লাখ ৭৪ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকার, ফাইন ফুডসের ৪৫ লাখ ২৯ হাজার টাকার, আইসবি এম্প্লয়েজ প্রভিডেন্ট ফান্ড ওয়ানের ৪২ লাখ ৮৫ হাজার টাকার, ইনটেকের ১৯ লাখ ৭২ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৩৩ লাখ ৮১ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৫ হাজার টাকার, নর্দার্ণ জুটের ১১ লাখ ৯৪ হাজার টাকার, এসকে ট্রিমসের ২৬ লাখ ৮৭ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৫৬ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৪০ হাজার টাকার এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।