সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানির ৩২ কোটি ৩৩ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৬৬ লাখ ৬৩ হাজার ১১৬টি শেয়ার ৬৫৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩২ কোটি ৩৩ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ৩ কোম্পানির বড় লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ইস্ট ল্যান্ড ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৯৫ লক্ষ ৬২ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকো ফার্মার ৪ কোটি ৭ লক্ষ ৮০ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৩ কোটি ১৫ লক্ষ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া, ওয়ালটনের ২ কোটি ৮৬ লক্ষ ৬৯ হাজার টাকার, এসএস স্টিলের ২ কোটি ৬২ লক্ষ ২০ হাজার টাকার, মবিল যমুনার ২ কোটি ৪৮ লক্ষ ৩৫ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ১ কোটি ৫৬ লক্ষ ১৩ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৭৬ লক্ষ ৮০ হাজার টাকার, কেয়া কসমেটিকের ৬৮ লক্ষ হাজার টাকার, ফাইন ফুডসের ৬৭ লক্ষ ৩৯ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৬২ লক্ষ ২৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫৭ লক্ষ ৩৭ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৪৭ লক্ষ ৭৬ হাজার টাকার, সামিট পাওয়ারের ৪৫ লক্ষ টাকার, আরএকে সিরামিকের ৪৪ লক্ষ ৫০ হাজার টাকার, সিলভা ফার্মার ৩৫ লক্ষ ৭১ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৩৩ লক্ষ ৪০ হাজার টাকার, বিকন ফার্মার ৩২ লক্ষ ৯৯ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৩২ লক্ষ ৪০ হাজার টাকার, নর্দার্ন ইন্স্যুরেন্সের ২৫ লক্ষ ৬২ হাজার টাকার, ইফাদ অটোর ২৫ লক্ষ ৫৪ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ২৪ লক্ষ ৬০ হাজার টাকার, গোল্ডেন সনের ২০ লক্ষ ৯০ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১৯ লক্ষ ৩৫ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৮ লক্ষ ৩৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৬ লক্ষ ৫২ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১৬ লক্ষ ২৯ হাজার টাকার, বে-লিজিংয়ের ১৫ লক্ষ ৭৫ হাজার টাকার, সিনোবাংলার ১৫ লক্ষ ৬০ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৫ লক্ষ ২৪ হাজার টাকার, বীচ হেচারীর ১৪ লক্ষ ৭৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১১ লক্ষ ৫৫ হাজার টাকার, অ্যাসোসিয়েট অক্সিজেনের ১০ লক্ষ ৮ হাজার টাকার, কপারটেকের ১০ লক্ষ ৬ হাজার টাকার, ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের ৮ লক্ষ ৭০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৮ লক্ষ ২০ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৭ লক্ষ ৭৮ হাজার টাকার, লাফার্জ হোল সিমের ৭ লক্ষ ৬৮ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭ লক্ষ ৩৬ হাজার টাকার, রেনাটার ৬ লক্ষ ৯৫ হাজার টাকার, বেক্সিমকোর ৬ লক্ষ ৮৬ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লক্ষ ৭৫ হাজার টাকার, ফর্চুন সুজের ৬ লক্ষ ৫৯ হাজার টাকার, আইটি কনসালট্যান্টস ৫ লক্ষ ৫৩ হাজার টাকার, পেনিনসুলার ৫ লক্ষ ৪০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫ লক্ষ ১২ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ৫ লক্ষ ৯ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৫ লক্ষ টাকার লেনদেন হয়েছে।