সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানির ৩৯ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৭৫টি শেয়ার ৬৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৯ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ৭ কোম্পানির বড় লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৮৬ লক্ষ ৩৯ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ সাউথ ইস্ট ব্যাংকের ৬ কোটি ১৯ লক্ষ ৯১ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ ফর্চুন সুজের ৪ কোটি ৩৫ লক্ষ ১৪ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ তিতাস গ্যাসের ৩ কোটি ৭৮ লক্ষ টাকার, পঞ্চম সর্বোচ্চ প্রাইম সিরামিকের ৩ কোটি ৭৬ লক্ষ ১৫ হাজার টাকার, ষষ্ঠ সর্বোচ্চ এইচআর টেক্সটাইলের ২ কোটি ৬৮ লক্ষ ৪০ হাজার টাকার, সপ্তম সর্বোচ্চ এক্সিম ব্যাংকের ২ কোটি ৪ লক্ষ টাকার লেনদেন হয়েছে।
এছাড়া, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ১ কোটি ৯৬ লক্ষ ২২ হাজার টাকার, আইডিএলসির ১ কোটি ৫৩ লক্ষ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭৮ লক্ষ টাকার, কেয়া কসমেটিকের ৭২ লক্ষ টাকার, পাওয়ার গ্রীডের ৬০ লক্ষ ৬৯ হাজার টাকার, ফাইন ফুডসের ৫৫ লক্ষ টাকার, ব্রাক ব্যাংকের ৬০ লক্ষ টাকার, জিবিবি পাওয়ারের ৪৮ লক্ষ ৮০ হাজার টাকার, আমান কটনের ৪২ লক্ষ টাকার, কাট্টালি টেক্সটাইলের ৩৪ লক্ষ ৮৮ হাজার টাকার, ই-জেনারেশনের ৩০ লক্ষ ৯৬ হাজার টাকার, গ্রামীণফোনের ২৮ লক্ষ ৩৩ হাজার টাকার, সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ডের ২০ লক্ষ টাকার, বিকনফার্মার ১৭ লক্ষ ২৭ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ১৫ লক্ষ ৯৮ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১১ লক্ষ ৫০ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ১০ লক্ষ ৬৬ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১০ লক্ষ ২ হাজার টাকার, প্যারামাউন্টের ৯ লক্ষ ৮৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৯ লক্ষ ৭৯ হাজার টাকার, মারিকোর ৯ লক্ষ ৪৪ হাজার টাকার, সামিট অ্যালায়েন্স পোর্টের ৮ লক্ষ ২৯ হাজার টাকার, পিএইচপি মিউচুয়াল ফান্ডের ৭ লক্ষ ৭৮ হাজার টাকার, এটিসিএসএল গ্রোথ ফান্ডের ৬ লক্ষ ৬০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৬ লক্ষ ৩৫ হাজার টাকার, কুইন সাউথের ৬ লক্ষ ২৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫ লক্ষ ৫২ হাজার টাকার, ডোরিন পাওয়ারের ৫ লক্ষ ৩৬ হাজার টাকার, ভিএফএস থ্রেডের ৫ লক্ষ ৩২ হাজার টাকার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫ লক্ষ ৮ হাজার টাকার লেনদেন হয়েছে।