আজ রোববার (২২ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ২৫ লাখ ৫৬ হাজার ৪৯টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪০ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনেটার (২০ কোটি ৬০ লাখ টাকার)। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ (৬ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকার) শেয়ার লেনদেন হয়েছে লিন্ডে বিডির।
এছাড়া জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ৩০ লাখ ৯ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ১১ লাখ ৪৬ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৬ লাখ ৭৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪০ লাখ ৭১ হাজার টকার, স্কয়ার ফার্মার ১০ লাখ টাকার এবং ওয়াটা কেমিক্যালের শেয়ার লেনদেন হয়েছে ৪০ লাখ ৩২ হাজার টাকার।
আজকের বাজার / এ.এ