ব্লক মার্কেটে লেনদেন ৪৪ কোটি টাকার

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি  কোম্পানির মোট ৪৪ কোটি ৩২ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লাভেলো আইসক্রিমের ১৪ কোটি ১৮ লাখ ১৯ হাজার, দ্বিতীয় স্থানে কর্ণফুলী ইন্সুরেন্সের ৬ কোটি ৫২ লাখ ৮৬ হাজার এবং তৃতীয় স্থানে মুন্নু সিরামিকের ৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৩ কোটি ৯২ লাখ ২৭ হাজার, খান ব্রাদার্সের ৩ কোটি ১৩ লাখ ২ হাজার, দেশবন্ধু পলিমারের ১ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার, এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডের ১ কোটি ২৮ লাখ ৫২ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ২৪ লাখ ১৬ হাজার, গ্রামীণফোনের ৯০ লাখ ৭৩ হাজার এবং উত্তরা ব্যাংক পিএলসির ৬৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।