সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭ টি কোম্পানির ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১১ লাখ ৮২ হাজার ১০০টি শেয়ার ১৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
এছাড়া ব্লক মার্কেটে ব্যাংক এশিয়ার ৯৯ লাখ, ব্রাক ব্যাংকের ৩০ লাখ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৪ লাখ, জেনেক্স ইনফোসিসের ৫ লাখ, ন্যাশনাল ফিড মিলের ৯ লাখ ও শাশা ডেনিমসের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।