সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির সাড়ে ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৯ লাখ ৫৭ হাজার ৫০০টি শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪ কোটি ৪৮ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি যমুনা অয়েলের ১ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে ।
এছাড়া ব্লক মার্কেটে উত্তরা ব্যাংকের ১ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫৬ লাখ ৭০ হাজার টাকার, এটলাস বাংলাদেশের ১১ লাখ ৭০ হাজার টাকার, কপারটেকের ১০ লখ ৬৭ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৫ লাখ ১১ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ৬ লাখ ২০ হাজার টাকার, সুহৃদের ৯ লাখ ৫ হাজার টাকার, এসকে প্রিমসের ৪৭ লাখ ৭০ হাজার টাকার এবং ইয়াকিন পলিমারের ৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।