সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮টি কোম্পানির ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১৭ লাখ ৩২ হাজার ৫০০টি শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪ কোটি ৫৪ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি উত্তরা ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে কাট্টালি টেক্সটাইলের ৫ লাখ ১৭ হাজার, নাভানা সিনজির ২৪ লাখ ৫৭ হাজার, প্রিমিয়ার ব্যাংকের ৭ লাখ ৫০ হাজার, রিজেন্ট টেক্সটাইলের ৩১ লাখ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২৬ লাখ ২০ হাজার, স্কয়ার ফার্মার ৬৮ লাখ ৭৬ হাজার ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।