সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬টি কোম্পানির ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৬ লাখ ৬৩ হাজার ৭৫১টি শেয়ার ৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪ কোটি ৪১ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি হাইডেলবার্গ সিমেন্টের ২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে, এশিয়া ইন্সুরেন্সের ৫ লাখ ৪০, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮ লাখ ২৬ হাজার, পাওয়ার গ্রীডের ৭৬ লাখ,পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৯ লাখ ও এসকে ট্রিমসের ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।