সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানির মোট ৫৭ কোটি ৩৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বিডিকম অনলাইনের ১০ কোটি ৫০ লাখ ২৬ হাজার, দ্বিতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্সের ৭ কোটি ৯২ লাখ ৯ হাজার ও তৃতীয় স্থানে আলহাজ টেক্সটাইলের ৫ কোটি ৪৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ৩ কোটি ৩০ লাখ ৮৪ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৯৬ লাখ ২৭ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৫ লাখ ৯০ হাজার, ফরচুনের ২ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার, তসরিফা ইন্ডাস্ট্রিজের ২ কোটি ২০ লাখ ৩ হাজার, বাংলাদেশ ইন্স্যুরেন্সের শিপিং করপোরেশনের ১ কোটি ৮১ লাখ ৪৭ হাজার এবং মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৫৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।