সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩০ লাখ ২৪ হাজার ৪৭১টি শেয়ার ২৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার ১ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকার।
এছাড়া ব্লক মার্কেটে ফেডারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৬ লাখ ১৮ হাজার, বার্জার পেইন্টসের ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১৪ লাখ ৮০ হাজার টাকার, বিবিএসের ৫ লাখ ১৫ হাজার টাকার, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের ১১ লাখ টাকার, এসকে ট্রিমসের ৭৪ লাখ ৫৪ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।