সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানির ৮৪ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৭৪ লাখ ২৮ হাজার ৭১১টি শেয়ার ৪৫ বার হাত বদলের মাধ্যমে ৮৪ কোটি ৫০ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩১ কোটি ৩ লাখ ৭৯ হাজার টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের। দ্বিতীয় সর্বোচ্চ ২০ কোটি ৭ লাখ ১৯ হাজার টাকার ওয়ান ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।
এছাড়া , প্রাইম ইন্স্যুরেন্সের ৬ কোটি ৪০ লাখ টাকার রেনাটার ৫ কোটি ৬৬ লাখ ৭৪ হাজার টাকার আই ডি এল সির ৩ কোটি টাকার সালভো কেমিক্যালের ১ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার টাকার ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ১০ লাখ ৩৯ হাজার টাকার সাইফ পাওয়ারটেকের ৮৯ লাখ ১২ হাজার টাকার প্যারামাউন্ট টেক্সটাইলের ৭১ লাখ ২৫ হাজার টাকার রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫৬ লাখ ১০ হাজার টাকার শেফার্ড ইন্ডাস্ট্রিযের ৫১ লাখ ৬৩ হাজার টাকার সাইহাম কটনের ৫১ লাখ ৪ হাজার টাকার সোনালী পেপারের ৪৬ লাখ ৫৯ হাজার টাকার শাহজালাল ইসলামী ব্যাংক ৪৬ লাখ ২০ হাজার টাকার এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৬ হাজার টাকার বিডি ফাইন্যান্সের ২৪ লাখ ৪২ হাজার টাকার একটিভ ফাইন্যান্সের ১৯ লাখ ৮৮ হাজার টাকার শাহজিবাজার পাওয়ারের ১৮ লাখ ৮০ হাজার টাকার এনআরবিসি ব্যাংকের ১৫ লাখ ৬০ হাজার টাকার লাফার্জহোলসিমের ১২ লাখ ১২ হাজার টাকার ডেল্টা লাইফের ৯ লাখ ৮৫ হাজার টাকার মার্কেন্টাইল ব্যাংকের ৭ লাখ ৪ হাজার টাকার সোনালী লাইফ এর ৬ লাখ ৫০ হাজার টাকার পেনিন সোলার ৬ লাখ টাকার কনফিডেনশিয়াল সিমেন্টের ৫ লাখ ২৮ হাজার টাকার লেনদেন হয়েছে।