সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির ৯৫ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের লেনদেন হয়েছে প্রায় ২৭ কোটি ৭২ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ডেল্টা লাইফের ২১ কোটি ৩০ লাখ ৩১ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে অলিম্পিকের ইন্ডাস্ট্রিজের হয়েছে ৭ কোটি ৬ লাখ টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৭ কোটি ৫ লাখ ৯৪ হাজার টাকার।
এছাড়া, লাফার্জ হোলসিমের ৪ কোটি ২৫ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৪ কোটি ২০ লাখ ৯ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ৪ কোটি ১৮ লাখ ২৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩ কোটি ৬০ লাখ ৭৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩ কোটি ৫ লাখ ২৪ হাজার টাকার, জেনারেশন নেক্সটের ১ কোটি ১২ লাখ টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ে ১ কোটি ২ লাখ ৪৮ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ১ কোটি ১ লাখ ৪৮ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৭৮ লাখ ১২ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৭৬ লাখ টাকার, এক্সিম ব্যাংকের ৭৫ লাখ ৬০ হাজার টাকার, পেনিনসুলার ৫৬ লাখ ৭৮ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৩৯ লাখ ৩৭ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৩৬ লাখ ৭১ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৩১ লাখ ৮০ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ২৫ লাখ ৮ হাজার টাকার, সোনালী পেপারের ২৩ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ২১ লাখ ৩৩ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ২১ লাখ টাকার, রুপালি ইন্স্যুরেন্সের ১৯ লাখ ২১ হাজার টাকার, আরডি ফুডের ১৮ লাখ ৩০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৮ লাখ ১৭ হাজার টাকার, বিবিএস ক্যাবলের ১৭ লাখ ৯৪ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৭ লাখ ৫১ হাজার টাকার, এসিআই ফর্মুলার ১৭ লাখ ৪০ হাজার টাকার, লুব রেফের ১২ লাখ ৫৯ হাজার টাকার, আরএন স্পিনিংয়ের ৭ লাখ ৮০ হাজার টাকার, নিউ লাইনের ৭ লাখ ২০ হাজার টাকার, রেনাটার ৭ লাখ ২০ হাজার টাকার, ফর্চুন সুজের ৬ লাখ ৫৮ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ৫ লাখ ৯৮ হাজার টাকার, বিডি থাইয়ের ৫ লাখ ১১ হাজার টাকার, আলিফ মেনুফেকচারিংয়ের ৫ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে।