মঙ্গলবার ২৬ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ব্লক মার্কেটে ১৩কোম্পানির লেনদেন হয়েছে। এদিন সাড়ে ১৮ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো ১৯ লাখ ৭৭ হাজার ৪০৮টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১৮ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার টাকার লেনদেন করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে শাইনপুকুর সিরামিক। মঙ্গলবার এ কোম্পানিটি ৫ লাখ ৯৮ হাজার শেয়ার হাত বদলের মধ্যে ৭ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার লেনদেন করেছে। ৩ কোটি ১৫ লাখ টাকার লেনদেন করেছে আরএসআরএম স্টিল। এ কারণে কোম্পানিটি ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে আসে এবং ১ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার লেনদেন হলে তৃতীয় স্থানে উঠে আসে কনফিডেন্স সিমেন্ট।
ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ১ কোটি ২ লাখ টাকার, ডিবিএইচের ৬৭ লাখ ৫০ হাজার টাকার, গ্রামীণফোনের ৬৭ লাখ ৭২ হাজার টাকার, লাফার্জ সুরমা সিমেন্টের ১৩ লাখ ১২ হাজার টাকার, লংকাবাংলার ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৩৯ লাখ টাকার, ওয়ান ব্যাংকের ১২ লাখ টাকার, রেনেটার ১ কোটি ১২ লাখ ২০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৭৫ লাখ টাকার এবং উত্তরা ফাইন্যান্সের ৪৩ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।
আজকের বাজার:এসএস/২৬ডিসেম্বর ২০১৭