সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১০ জানুয়ারি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিনটি প্রতিষ্ঠান ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানি তিনটির ১৪ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটি হলো : ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি (বিএটিবিসি), বিডি থাই এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল।
এ দিন কোম্পানি তিনটির ৫ লাখ ৮ হাজার ৪৫০টি শেয়ার ১৪ কোটি ৪১ লাখ ২২ হাজার টাকায় লেনদেন হয়েছে। এ সব শেয়ার ৯ বার হাত বদল হয়েছে।
কোম্পানি তিনটির মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালের সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ১২ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির ৪ লাখ ৩ হাজার ৪৫০টি শেয়ার পাঁচ বার হাত বদল হয়েছে।
এছাড়া বিএটিবিসির ১ লাখ ৭০ হাজার ২ হাজার টাকার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৫ হাজার শেয়ার ২ বার হাত বদল হয়েছে এবং বিডি থাইয়ের ২৯ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির ১ লাখ শেয়ার ২ বার হাত বদল হয়েছে।
মঙ্গলবার ৯ জানুয়ারি ব্লক মার্কেটে ছয়টি কোম্পানির ২৮ কোটি ১২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
আজকের বাজার:এসএস/১০জানুয়ারি ২০১৮