ব্লক মার্কেটে ১৫ কোটি ২১ লাখ টাকার লেনদেন

ব্লক মার্কেটে বুধবার ২২ নভেম্বর মোট ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭ লাখ ৭৭ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ২১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এই কোম্পানির ৩৫ লাখ ৫৬ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৫৫ লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির মোট ১৯ হাজার ৭৪৫টি শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬০ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা পূবালী ব্যাংক ১ লাখ ৩২ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪০ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা ব্র্যাক হাউজিং ৩৩ লাখ, নুরানী ডায়িং ১৯ লাখ, রেনেটা ১৩ লাখ টাকার লেনদেন করেছে।

আজকের বাজার:এলকে/এলকে ২২ নভেম্বর ২০১৭