ব্লক মার্কেটে মঙ্গলবার মোট ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ৬৩ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৯৫ লাখ টাকা।
ডিএসই সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের। এই কোম্পানির ৩৫ লাখ ৫৬ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৩০ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ৪ লাখ শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংক ২ লাখ ৮৭ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৫১ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স ট্যানারি ৫০ হাজার, ন্যাশনাল হাউজিং ১ লাখ ৬১ হাজার ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৯ হাজার শেয়ার লেনদেন করেছে।
আজকের বাজার:এলকে/এলকে ৩ অক্টোবর ২০১৭