ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটির ৩০ লাখ শেয়ার ১৩ কোটি ৮৬ লাখ টাকায় লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণ ফোন। কোম্পানির ১ লাখ ৫০ হাজার শেয়ার ৫ কোটি ৪৭ লাখ টাকায় লেনদেন হয়েছে। লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক। ব্যাংকটির ২৫ লাখ শেয়ার ৪ কোটি টাকায় লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ৭৪ হাজার ২০০ শেয়ার ২ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার টাকায়, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৩৮ হাজার শেয়ার ২৬ লাখ ৬০ হাজার টাকায় এবং রিজেন্ট টেক্সটাইলের ২৩ হাজার শেয়ার ৫ লাখ ২০ হাজার টাকায় লেনদেন হয়েছে।