ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১১ কোম্পানির লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ১৯ লাখ টাকা। ডিএসএই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণ ফোন লিমিটেডের। কোম্পানির ৩ লাখ ৮০ হাজার শেয়ার ১৩ কোটি ৯৪ লাখ টাকায় লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে অবস্থান করছে কনফিডেন্স সিমেন্ট। কোম্পানির ৬ লাখ ৩০ হাজার শেয়ার ১৩ কোটি ৮৬ লাখ টাকায় লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। কোম্পানির ১১ লাখ শেয়ার ৩ কোটি ৭৪ লাখ টাকায় লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে আমান ফিডের ৩০ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টেবাকোর ১ কোটি ৩৫ লাখ টাকা, বার্জার পেইন্ট বাংলাদেশের ৫ লাখ টাকা, ঢাকা ব্যাংকের ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ইফাদ অটোসের ৩৬ লাখ ৪০ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ৯৬ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬৫ লাখ ১৩ হাজার টাকা, স্টাইল ক্রাফটের ৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।