ব্লক মার্কেটে ১০ সেপ্টেম্বর রোববার মোট ১২ কোম্পানি ও ২ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৭৪ লাখ ৮১ হাজার ৪১০টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ৯৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে জানায়, রোববার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেডের। এই কোম্পানির ২০ লাখ ৫৫ হাজার ৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ১৩ লাখ টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। রোববার ফান্ডটির মোট ২০ লাখ ইউনিট ব্লকে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার সিমেন্ট ১০ লাখ ৪৩ হাজার ৫৯২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৯১ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশন, একমি ল্যাব, আমান ফিড, ইস্টার্ন হাউজিং, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রেনেটা ও সিঙ্গারবিডি।
আজকের বাজার:এলকে/এলকে/ ১০ সেপ্টেম্বর ২০১৭