আজ বৃহস্পতিবার (১২ মার্চ), সপ্তাহের শেষ কার্যদিবস। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হয়েছে মোট ৪ কোম্পানির।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ১৪ লাখ ৯২ হাজার ৪৪৯টি শেয়ার ৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৩ কোটি ১৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার।
দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকার আইএফআইসি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।
আর তালিকার চতুর্থ স্থানে থাকা বেক্সিমকো ফার্মা শেয়ার লেনদেন করেছে ২ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার টাকার।
আজকের বাজার/এ.এ]